উত্তরখানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজধানীর উত্তরখানে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাদশা বাহার গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। তিনি উত্তরার ময়নারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে ট্রান্সপোর্ট শাখায় কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন
নিহত মাহমুদুল হাসান মাসুমের সহকর্মী হাসিবুল কবির জানান, আমরা দুজনেই কেরাণীগঞ্জের ইউনিলিভার ওয়্যার হাউজের ট্রান্সপোর্ট শাখায় কর্মরত। আজ দুপুরের দিকে উত্তরার বাসা থেকে মোটরসাইকেলে করে আমরা কর্মস্থলে যাচ্ছিলাম। এসময় উত্তরখানের মেইন রোডে দ্রুতগতির একটি ট্রাক আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুম গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এআইএস