নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) মারা গেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন আহমেদ।
নিহতের স্বজনরা ও স্থানীয়রা জানায়, সীমান্ত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে কলেজের উদ্দেশ্য যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে।
আরও পড়ুন
হাজী আলম বলেন, সকালে কলেজে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল টানাটানি করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন আহমেদ বলেন, আহত কলেজ ছাত্র সীমান্ত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বজনরা এখনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।
মেহেদী হাসান সৈকত/এমএসএ