ফ্যানের সঙ্গে ঝুলছিল অনার্স শিক্ষার্থীর মরদেহ
রাজধানীর কদমতলীর পাথালিয়া এলাকার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সোহেল আহমেদ সাথিল (২৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাথিল যশোর সদরের ছাতিয়াতলা গ্রামের সাব্বির আহমেদের ছেলে। সে দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে কদমতলীর পাথালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন
নিহতের বাবা সাব্বির জানান, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সাথিল ছিল সবার ছোট। সাথিল দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আমার বড় বোন মারা যাওয়ায় আমরা সবাই গ্রামের বাসায় গিয়েছিলাম। তখন সাথিল একাই বাসায় ছিল। পরে আজ সকালে বাসায় এসে সাথিলের কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সে।
তিনি আরও জানান, আমরা শুনেছি বছর দুয়েক আগে সাথিল পরিবারের কাউকে না জানিয়ে তুলী নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। তার এই বিয়ের বিষয়টি আমরা এবং কন্যা পক্ষ কেউই মেনে নিতে নেইনি। তাই হয়ত এ কারণেই সে এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএ