ছাদে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, রিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
নারায়ণগঞ্জ সদরের পুকুরপাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. সাখাওয়াত নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে নারায়ণগঞ্জ সদরের পুকুরপাড় এলাকার আল আমিন মিয়ার ছেলে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটা দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
শিশুর মা শিলা জানান, আজ (শুক্রবার) বিকেলের দিকে আমাদের বাসার ছাদে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। আমরা সবাই তখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। সবার অগোচরে আমার শিশু একা একা নিচে নেমে রাস্তায় চলে যায়। সেখানে দ্রুতগতির একটি অটোরিকশা আমার শিশুকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান— আমার সন্তান আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে