দর নির্ধারণে ঢাকা ওয়াসার কমিটি
ঢাকা ওয়াসার এমআইএস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নেটওয়ার্ক ও হার্ডওয়্যার সম্পর্কিত ক্রয় কাজের টেকনিক্যাল স্পেসিফিকেশন ও প্রাক্কলিত দর নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার উপসচিব শাহিদা কানিজ এক অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির এমআইএস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে। এ ছাড়া সদস্য সচিব হয়েছেন একই বিভাগের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)।
পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার সংগ্রহ বিভাগের নির্বাহী প্রকৌশলী, হিসাব বিভাগের উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং এমআইএস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)।
এএসএস/এমজে