বিটিআরসির দুই কমিশনারের নিয়োগ বাতিল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুজন কমিশনারের নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
তারা হলেন- বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) ও ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরী।
আরও পড়ুন
তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুই কর্মকর্তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এসএইচআর/এমজে