ঘূর্ণিঝড় ইয়াস : সব নৌকা-ট্রলারকে উপকূলে ফিরে আসার আহ্বান
আগামী ২৬ মে (মঙ্গলবার) উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তাই রোববারের (২৩ মে) মধ্যে সাগর থেকে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। কারণ এর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পর থেকে উত্তাল থাকবে সাগর।
শনিবার (২২ মে) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী মঙ্গলবারের পর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টির কয়েকদিন আগে থেকেই সাগর উত্তাল হওয়া শুরু হবে। এ কারণে জেলেদের সাগর থেকে চলে আসার জন্য বলা হয়েছে।
তিনি বলেন, আজ উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তীতে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের পরে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।
এ সময়ে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না থাকতে বলা হয়েছে। পাশাপাশি গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকালের মধ্যে উপকূলে আসতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ইয়াস দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে বেশি আঘাত হানতে পারে। এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঘূর্ণিঝড়টি কোন কোন এলাকায় আঘাত হানতে পারে। তবে সুন্দরবনের দক্ষিণ পাশ দিয়ে ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আবার দিক পরিবর্তনও হতে পারে।
একে/এমএইচএস