১১ ডিসেম্বর ২০২৪ : একনজরে আলোচিত সব খবর
ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি, জরিমানা ছাড়া মোটরযানের ফি দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, মিয়ানমারে সংঘাত : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ...
বুধবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…
ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
ঢাকা সফর থেকে ফেরার দু’দিন পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
জরিমানা ছাড়া মোটরযানের ফি দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
সব ধরনের মোটরযানের বকেয়া ফি আগামী ৩১ ডিসেম্বের মধ্যে পরিশোধ করার জন্য শেষবারের মতো সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না গ্রাহককে।
ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
চার দিনের সফরে আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। প্রেসিডেন্টের সফরে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হবে।
ভিডিও: সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের কবরে আগুন দিয়েছেন দেশটির বিদ্রোহীরা। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কারদাহায় অবস্থিত আসাদের বাবার কবরে আগুন দেন তারা।
মিয়ানমারে সংঘাত : টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বড় ধরনের দুর্নীতিবাজ শেষ পর্যন্ত যেন ছাড় না পায়, সেই চেষ্টা থাকবে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, বড় ধরনের যত দুর্নীতি হয়েছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজগুলো যারা করেছেন তারা যেন শেষ পর্যন্ত ছাড় না পান; সেটা আমরা যথাযথভাবে করার চেষ্টা করব। রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে কাজ না করি সেটা আমরা লক্ষ্য রাখব।
দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চিন্ময়ের জামিন শুনানি : জেলা পিপির নির্দেশনা নিয়ে তোলপাড়!
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন এগিয়ে আনতে বুধবার (১১ ডিসেম্বর) আবেদন করেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন। যদিও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত এটি খারিজ করে দিয়েছেন।
সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্বাচন শেষ, ২৯ ডিএফএ ভেঙে প্রশ্নের মুখে বাফুফে
বাফুফে নির্বাচনে জেলা-বিভাগীয় কাউন্সিলরশিপ নিয়ে ছিল বিস্তর অভিযোগ। ৫ আগস্ট পরবর্তী সভায় অনেক জেলায় সভাপতি ও অন্য কর্মকর্তারা ছিলেন লাপাত্তা। এ রকম অনেক জেলায় সভা না করেই কাউন্সিলর নাম এসেছিল এবং বাফুফে সেটা অনুমোদনও দিয়েছিল। এ নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর।
এমজে