রোহিঙ্গা সহায়তায় ডব্লিউএফপির প্রশংসা পররাষ্ট্র উপদেষ্টার
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তার প্রশংসা করে সংস্থার মানবিক, পুষ্টি, ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ডব্লিউএফপির প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলি। এ সময় এই প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্কাল্পেলি ডব্লিউএফপি কার্যক্রম সুগম করতে অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, বাংলাদেশে চালের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, মা ও শিশু সুবিধা কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি সমস্যা ও দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা পদক্ষেপ এবং স্কুলে খাবার প্রকল্পসহ ডব্লিউএফপির গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন।
এনআই/এমএ