রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে এ প্রতিবেদন পেশ করেন। এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আরও পড়ুন
জুডিশিয়াল সার্ভিস কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, কমিশনের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে। দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
রাষ্ট্রপতি এসময় বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য কমিশনকে পরামর্শ দেন।
এমএসআই/এসএমএইচ