জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সই করা এক বিবৃতিতে তা জানানো হয়েছে।
আরও পড়ুন
এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো। বর্ধিত সাংগঠনিক কাঠামোর আহ্বায়ক করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে। সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন।
এমএসআই/এমএ