বছরে অনুমোদন ২০-২২ হাজার, প্রকৃত সংখ্যা কেউ জানে না
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
মাত্র ১২ দিনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেলেন বিদ্রোহীরা, দামেস্কে পতন হলো বাশার আল–আসাদের। এত কম সময়ে এই পতন নিয়ে ওই অঞ্চলে নজরদারি করা বিভিন্ন সংস্থা এবং আঞ্চলিক প্রভাবশালীরাও হিসাব মেলাতে পারেনি।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
১২ দিনে কীভাবে আসাদের মসনদ টলে গেল, কী ছিল বিদ্রোহীদের কৌশল
গত ২৭ নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছেন অপ্রতিরোধ্য গতিতে। অভিযান শুরু করার মাত্র চার দিনের মাথায় তাঁরা দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর দখল নিয়ে নেন। সেখান থেকে তাঁরা রওনা দেন আরেক বড় শহর হামার দিকে। আলেপ্পো দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি সিরিয়ার গৃহযুদ্ধের ওপর নজর রাখে।
বণিক বার্তা
বছরে অনুমোদন ২০-২২ হাজার, প্রকৃত সংখ্যা কেউ জানে না
দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন দেয়ার বিষয়টি তত্ত্বাবধান করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে বিদেশী কর্মীদের নিয়োগ পেতে সংস্থাটির কাছ থেকে অনুমতি নিতে হয়। বিডায় সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কতজন বিদেশী ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেছে, সে তথ্য এখনো প্রকাশ হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ সময় দেশে কাজের অনুমোদন পাওয়া বিদেশীর সংখ্যা ২০-২২ হাজার।
কালের কণ্ঠ
মশার ওষুধ পৌঁছে না উৎপত্তিস্থলে
রাজধানীসহ সারা দেশেই প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত ওষুধ স্প্রে করলেও ৯০ শতাংশ এলাকা মশার ওষুধের বাইরে থেকে যাচ্ছে।
ঢাকার কিছু এলাকায় মশার ওষুধ ছিটানো যায় না, কিছু এলাকায় মশক নিধন কর্মীদের যাওয়ার অনুমতিও নেই। এ ছাড়া দুই সিটির প্রায় ৭৫০ কিলোমিটার বক্স কালভার্ট এবং কাভার্ড ড্রেনেও মশার ওষুধ পৌঁছানো যাচ্ছে না।
প্রথম আলো
রাউজানে সাড়ে ৭ কোটির শেখ কামাল কমপ্লেক্স চালুই হয়নি
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে সীমানাপ্রাচীরঘেরা মাঠের এক পাশে তিনতলা ভবন। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু হয় ভবনটির। শেষ হয় ২০১৭ সালে। নির্মাণকাজ শেষ হওয়ার সাত বছর পার হলেও প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি চালুই হয়নি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাদ্দে শেখ কামাল কমপ্লেক্স নামে এ ভবন নির্মিত হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে। এই কমপ্লেক্সে রয়েছে দুটি মিলনায়তন, একটি গ্রন্থাগার ও রেস্ট হাউস। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, জনবল নিয়োগ না হওয়ায় ভবনটি কাজে আসছে না।
আরও পড়ুন
সমকাল
কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরবরাহ করা ৩৪ টন পেঁয়াজের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল ৫৯ জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এক কেজি করে মাগনা পেঁয়াজের বীজ পেয়ে ৩৪ হাজার কৃষকের মলিন মুখে ফুটেছিল চওড়া হাসি। প্রণোদনার এই বীজ যে এতটা যন্ত্রণার ঝাঁজ হয়ে ফিরবে, আন্দাজও করতে পারেননি চাষিরা। ঠিক সময়ে, সঠিক নিয়মে বীজ বপন করার পরও ৯৫ শতাংশ পেঁয়াজ চারা মাটি ফুঁড়ে বের হয়নি। বীজ থেকে পেঁয়াজ না আসায় এ বছর হাজার হাজার চাষির স্বপ্ন মাঠে মারা। এ পরিস্থিতির জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদেরই দুষছে কৃষককুল।
প্রথম আলো
পরিবেশক জানেন না, তাঁদের নামে খালাস হয় এলপি গ্যাস
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) কাছ থেকে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস কিনে ব্যবসা করে মেসার্স ডি ভি গ্যাস সাপ্লাই ও মেসার্স সাগরিকা এজেন্সি নামের দুটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানেরই বিস্ফোরক অধিদপ্তর থেকে নেওয়া লাইসেন্সের মেয়াদ নেই। কিন্তু তাদের অজান্তেই প্রতিষ্ঠানের নামে গ্যাস সিলিন্ডার খালাস হচ্ছে।
জানা গেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিস্ফোরক পরিদপ্তর থেকে নেওয়া মেসার্স ডি ভি গ্যাসের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। আর মেসার্স সাগরিকা এজেন্সির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছরের মার্চে। নিয়ম অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ না থাকলে কোনো প্রতিষ্ঠানের নামে এলপি গ্যাস বিক্রি করা যায় না।
যুগান্তর
ব্যয় কমানো হচ্ছে ৫৩ হাজার কোটি টাকা
কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ না হওয়ার বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। উন্নয়ন কর্মকাণ্ডেও চলছে মন্থরগতি। অর্থ সাশ্রয়ে বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারিভাবে কৃচ্ছ সাধন চলছে। ব্যয়ের লাগাম টানতে মন্ত্রণালয়গুলোকে নির্ধারিত বরাদ্দের বাইরে নতুন অর্থ দেওয়া হচ্ছে না। অর্থনৈতিক সংকটের মুখে অর্থবছরের শুরু থেকে নানা পদক্ষেপের পরও পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি। যে কারণে ২৩ হাজার কোটি টাকার রাজস্বসহ চলতি বাজেট থেকে ছেঁটে ফেলা হচ্ছে ৫৩ হাজার কোটি টাকা।
প্রথম আলো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীদের ২৮.২৪% বেকার
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী পাস করেন, তাঁদের মধ্যে বেকারত্বের হার ২৮ দশমিক ২৪। পাস করা শিক্ষার্থী যাঁরা চাকরিতে আছেন, তাঁরা বেশির ভাগ স্বল্প আয়ের চাকরি করেন। নারী ও গ্রামের শিক্ষার্থীদের মধ্য বেকারের সংখ্যা বেশি।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের তৃতীয় দিনে এসব তথ্য তুলে ধরা হয়। কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব নিয়ে এ গবেষণা তুলে ধরেন বিআইডিএসের রিসার্চ পরিচালক এস এম জুলফিকার আলী।
এছাড়া ফেসবুকে মিথ্যা প্রচার বন্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা; জাতীয় সরকারে বিএনপির ‘না’; তিন সংগঠনের স্মারকলিপি / ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে; তারেক রহমান / সব দলকে সঙ্গে নিয়ে সরকার করতে চাই; রাজনৈতিক পটপরিবর্তন / কোন পথে বাংলাদেশ-ভারত বাণিজ্য; মিত্রদের পাশে না পাওয়াই কি কাল হলো বাশারের—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।