ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ঢাবির শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নবজাতক মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের ধারণা কে বা কারা ওই নবজাতককে বাজারের ব্যাগে করে ফেলে রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএএ/এসএমএইচ