নির্বাচনে কাকে ভোট দেবেন, যা বললো ইসি
জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটাররা কাকে ভোট দেবেন, সে বিষয়ে ভাবতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটারদের উদ্দেশ্যে ‘কাকে ভোট দিবেন’ ভাবতে বলা সম্বলিত লেখার একটি কার্ড প্রকাশ করা হয়। যাতে ভোটারদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরও জানিয়ে দিয়েছি নির্বাচন অয়োজনকারী সংস্থাটি।
কার্ডে উল্লেখ করা হয়েছে, নিজ উদ্যোগে সময়মতো ভোটার হোন, নিজের পছন্দে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করুন।
এর আগে গত ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের আরও চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এসআর/জেডএস