আন্দোলনের মুখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, পদত্যাগপত্রে উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধাক্ষ্য পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত কয়েকদিন ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলে আসছিল। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। সবশেষ শুক্রবার বিকেলেও একই দাবিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এতে শুক্রবার রাত ৮টার মধ্যে উপাচার্যকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এমআর/এসএসএইচ