পদোন্নতিতে এসপি হওয়া সাত কর্মকর্তাকে বদলি
সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
আরও পড়ুন
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপিতে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শফিকুল ইসলামকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সালাহউদ্দিনকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাহ মো. আব্দুর রউফ ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জেইউ/এমজে