ঢাকা ওয়াসাকে এগিয়ে যেতেই হবে : নতুন এমডি
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান বলেছেন, ঢাকা ওয়াসাকে এগিয়ে যেতেই হবে, পেছনে ফেরার কোনো সুযোগ নেই আমাদের।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে আয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঢাকা ওয়াসা একটি পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। ১১ জন খেলোয়াড়ের মধ্যে যদি দুই এক জন খারাপ খেলে তাহলে কিন্তু হবে না। তাই সব প্লেয়ারকেই ভালো খেলতে হবে। ঢাকা ওয়াসায় আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো আমাদের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ফজলুর রহমান বলেন, বর্তমানে ঢাকা ওয়াসায় ৫ হাজারের বেশি মানুষ আমরা কাজ করি। আমরা সবাই একত্রিত হয়ে ঢাকা ওয়াসাকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনো দুর্নীতির প্রশ্রয় দেওয়া যাবে না ঢাকা ওয়াসায়। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে ভালোভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার সচিব নজরুল ইসলামসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএম