আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ সহোদর আটক
চট্টগ্রামের আনোয়ারায় দুই লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ সহোদরকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য চার কোটি ২০ লাখ টাকা। এসময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। এসময় ইয়াবা কারবারি মিজানুর রহমান (বাবু) বাসা থেকে পালিয়ে যান। পরে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখসহ টয়লেটের ভেতর থেকে দুই লাখ ১০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে দুই লাখ ১০ হাজার ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/এমএসএ