নির্বাচন কমিশনারদের সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক শুরু
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সৌজন্য বৈঠক শুরু করেছে সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
ইসি সূত্রে জানা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়। তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন
বৈঠকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মুজমদার নেতৃত্বে ৯ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠক শুরু হয়।
এর আগে ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এসআর/এমএসএ