তারা পালিয়ে যাওয়া নেত্রীকে আবার ক্ষমতায় আনতে চায়
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিদেশি সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত ও কর্মরত চাকরিজীবীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তার বলেন, আমাদের প্রতিবেশী দেশ আমাদের এখানে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে বলেছে, আলু পেঁয়াজ পাঠাতে বন্ধ করতে বলেছে, আগরতলা বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয়েছে, জাতীয় পতাকা পদদলিত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর আমরা বলতে চাই ভারতের চোখ রাঙানোতে আমরা ভীত হবো না। ভারতকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের এখানে সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টির চেষ্টা করবেন না। আমরা এখানে সব ধর্মের লোক একসাথে শান্তিতে আছি।
অন্যরা বলেন, ভারতীয় আগ্রাসন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হামলা করেছে। আমরা এই আগ্রাসনের প্রতিবাদ জানাই। ভারত এমন একটা দেশ তার সাথে তার কোনো প্রতিবেশীর ভালো সম্পর্ক নেই। এখন এসেছেন বাংলাদেশের সাথে লাগতে। তারা পালিয়ে যাওয়া নেত্রীকে আবার ক্ষমতায় আনতে চাইছে। তাদের মিডিয়ায় প্রোপাগান্ডা করছে। আপনারা আহাম্মক নাকি? আমরা বলতে চাই আপনারা আমাদের সম্মান করুন, তাহলে আমরাও আপনাদের সম্মান করব।
আরও পড়ুন
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এনএফ