সচিবের ওএসডির পর পিএসকেও বদলি ইসির
নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিমকে বদলির পরপরই তার একান্ত সচিবকেও বদলির আদেশ দিয়েছে ইসি। নির্বাচন কমিশনের সচিব প্রশাসন ক্যাডারের হলেও সচিবের পিএস নির্বাচন কমিশনের কর্মকর্তারা হয়ে থাকেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সচিব শফিউল আজিমের পিএসকে গাজীপুর সদরে বদলি করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করে বিগত সরকার।
এসআর/এমএ