রমনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রমনা এলাকার সেঞ্চুরি গলির একটি বাসা থেকে জেরিন জুঁই (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
জেরিনের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। ওই এলাকার জাহিদ হোসেনের মেয়ে সে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পরিবারের কাছ থেকে জানতে পারি এক বছর আগে গোলাম মো. ফয়সাল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় জেরিনের। এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। তিনি তার মায়ের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়টি পরিবারের কেউ জানাতে পারেননি। এ বিষয়ে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এসএএ/এনএফ