১২ আলেমের নামে মামলার সঙ্গে সাদপন্থিদের সংশ্লিষ্টতা না থাকার দাবি
মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে ১২ আলেমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার সঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছেন।
এর আগে যুবায়ের হোসেন নামে এক ব্যক্তি মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, ২ ডিসেম্বর নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘শীর্ষস্থানীয় ১২ আলেমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।’
আরও পড়ুন
তিনি বলেন, মামলাটির সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বাদী যুবায়ের হোসেন ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর মাশোয়ারা ছাড়াই এই কাজটি করেছেন। তিনি একজন প্রবাসী। মামলাটি তার ব্যক্তিগত আগ্রহে ও উদ্যোগে করা।
তাবলীগের উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার লক্ষ্যে এবং পরষ্পরের মধ্যে সাম্য, ঐক্য ও শান্তি বজায় থাকার জন্য ইতোমধ্যে ২টি ‘খোলা চিঠি’ দেওয়ার কথা উল্লেখ করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
যুবায়ের হোসেনের মামলাটি করা ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, তার কাছে অনুরোধ জানাচ্ছি ও আশা করছি যে, তিনি দ্রুততম সময়ে এই মামলা প্রত্যাহার করে নেবেন এবং তাবলীগের উভয় পক্ষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ রক্ষায় আমাদের সহযাত্রী হবেন।
এমএম/এসএম