রামপালের প্রধান ক্রয় কর্মকর্তা আবসারের গ্রেপ্তার ও বিচারের দাবি
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রধান ক্রয় কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আবসার উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে গ্রেপ্তার ও তার দুর্নীতির বিচারের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা মঞ্চ।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা মঞ্চ 'কাজী আবসার উদ্দিনের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে' আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব ডি কে সোলায়মান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা মঞ্চ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সুন্দরবনের পাশে পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষতির প্রধান কারিগর কাজী আবসার উদ্দিন এখনও বহাল তবিয়তে রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ভারতীয় কোম্পানিকে একপাক্ষিক সুবিধা দিয়ে বাংলাদেশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছেন। পুরোনো ও অকার্যকর যন্ত্রাংশ ব্যবহার করে কেন্দ্রটি নির্মাণের সুযোগ তিনি ভারতীয় কোম্পানি ভেল-কে দিয়েছেন, যার ফলে এই কেন্দ্রটি এখন দেশের কাঁধে একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নামমাত্র উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট হলেও, বাস্তবে তা এক হাজার মেগাওয়াট বিদ্যুৎও সরবরাহ করতে ব্যর্থ। এর ফলে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ টাকার ক্যাপাসিটি পেমেন্টের নামে জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর জন্য দায়ী কাজী আবসার উদ্দিনের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
এসময় তিনি তাদের দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
কাজী আবসার উদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে; রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করতে হবে; পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতি রোধে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দেশীয় সম্পদ রক্ষায় জাতীয় স্বার্থের পরিপন্থি সব প্রকল্প পর্যালোচনা করতে হবে।
সোলায়মান বলেন, আমরা কাজী আবসার উদ্দিনের পান্থপথস্থ অফিসের নিচে প্রতিবাদী মানববন্ধন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে কাজী আবসারের উপর তদন্তের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করব।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি কাজী আবসার উদ্দিনসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হয়, তবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক জাকির সুমন, যুগ্ম আহ্বায়ক ওয়ারিফুল ইসলাম নাসির প্রমুখ।
ওএফএ/জেডএস