পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশার জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নিটোরে যান তিনি।
আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। আইজিপি আন্দোলনে অংশগ্রহণকারীদের বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে।
আরও পড়ুন
আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এসময় বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।
পরিদর্শনকালে নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসি/এসএসএইচ