ফ্যাসিবাদের দোসর আমলারা অনুকম্পা পেতে পারেন না
বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে যেসব কর্মকর্তা নানা অপকর্মে জড়িত ছিলেন তাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা দেখানোর সুযোগ নেই। আমলাতন্ত্রের পেশাদারিত্ব ভুলে গিয়ে তারা তৎকালীন রাজনীতিবিদদের সঙ্গে একাত্ম হয়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। এ কারণে তারা কোনো ধরনের অনুকম্পা পেতে পারেন না।
শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) এক বিবৃতিতে এসব দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, অপকর্মে জড়িত কর্মকর্তারা সার্বিক আমলাতন্ত্রের পেশাদারিত্ব ভুলে গিয়ে এবং আমলাতন্ত্রের আবরণে ক্ষমতা ও আর্থিকভাবে লাভবান হয়ে তারা অপরাজনীতিকে প্রশ্রয় দিয়েছেন। শুধু অর্থ সম্পদের জৌলুস বানাননি, প্রশাসনের অভ্যন্তরে থেকে একটা স্বার্থবাদী ও দলদাস আমলা গোষ্ঠী তৈরি করেছে।
এতে আরও বলা হয়, ফলে সমগ্র প্রশাসনে দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব আমলাতন্ত্রের ওপরে কালিমালিপ্ত করা হয়েছে। চিহ্নিত আমলাদের বিরুদ্ধে বর্তমান সরকারের ন্যায়সঙ্গত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সাধুবাদ জানায় এবং সমীচীন মনে করে।
এসএম