ডিএসসিসি
রিবেট সুবিধাসহ হোল্ডিং ট্যাক্স পরিশোধের মেয়াদ শেষ হচ্ছে শনিবার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রিবেট সুবিধাসহ পৌর কর হোল্ডিং ট্যাক্স পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের মেয়াদ শেষ হচ্ছে শনিবার (৩০ নভেম্বর)।
শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে রিবেট সুবিধাসহ হোল্ডিং ট্যাক্স পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। এর আওতায় হাল সনের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স রিবেট সুবিধাসহ হোল্ডিং ট্যাক্স পরিশোধ এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করা যাবে।
এএসএস/এসএসএইচ