খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বোন খুন
রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ছোট বোন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পশ্চিম নবীনবাগে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুমি আক্তার (৩৫)। অভিযুক্ত ভাই আব্দুস সালাম মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের আরেক বড় ভাই বাবুল মিয়া আহত হয়েছেন।
আরও পড়ুন
এদিকে দিকে গুরুতর আহত অবস্থায় রুমি আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি জুলেখা বেগম বলেন, আমার স্বামী আব্দুস সালাম মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য আমাকে মারধর করত। আমার স্বামী কোনো কাজকর্ম করতেন না। টাকার জন্য ভাই-বোনদের উপর অত্যাচার করতেন। আজ বিকেলের দিকে মাদকের টাকার জন্য আমাকে মারধর করেন। পরে আমাকে বাঁচানোর জন্য আমার বড় ভাশুর বাবুল মিয়া এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এরপর বড় ভাইকে বাঁচাতে ছোট বোন রুমি এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। পরে আশেপাশের লোকজন আমার স্বামীকে ধরে ঘরে শিকল দিয়ে আটকে রাখেন।
তিনি বলেন, বড় ভাই বাবুল মিয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন। আমরা বর্তমানে ২৬৫/খ পশ্চিম নবীনবাগ খিলগাঁও এলাকায় ভাড়া থাকি। তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুয়া থানার হাজীবাড়ী গ্রামে। আমার শ্বশুরের নাম মৃত আবুল হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ