ভারতীয় গণমাধ্যমের দাবি মিথ্যা
উসকানিমূলক প্রতিবেদন না করতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের অনুরোধ
সিএ (প্রধান উপদেষ্টা) প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে, আজ চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন। দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।’
সেইসঙ্গে সবাইকে যেকোনো প্রকার উসকানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।
এতে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে, অ্যাডভোকেট সুবাশিশ শর্মা তার আইনজীবী। আমরা সকলকে যেকোনো প্রকার উসকানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।
এনএম/এমজেইউ