গুম-ক্রসফায়ারের হোতা জিয়াউল
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য বাসা আছে। কিন্তু অনেকেই সেই বাসায় থাকেন না, থাকেন ক্যাম্পাস থেকে দূরে শহরে। ফলে খালি পড়ে থেকে নষ্ট হচ্ছে বিপুল ব্যয়ে নির্মিত ফ্ল্যাট ও বাসা।
শিক্ষকদের অনেকে হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। কিন্তু ক্যাম্পাস থেকে দূরে থাকায় তাঁদের সব সময় পাওয়া যায় না। অন্যদিকে বাসা খালি পড়ে থাকলে আয়বঞ্চিত হয় বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের মতো কর্মকর্তারাও ক্যাম্পাসের বদলে বাইরে থাকেন।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
ছয় বিশ্ববিদ্যালয়ে বাসা খালি পড়ে আছে, শিক্ষকেরা থাকেন শহরে
দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গড়ে প্রায় ২৯ শতাংশ বাসা খালি পড়ে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা আছেন ৭ হাজার ৫০ জন। এর মধ্যে শিক্ষক ৪ হাজার ৩১১ জন এবং কর্মকর্তা ২ হাজার ৭৩৯ জন। বিপরীতে ছয়টি বিশ্ববিদ্যালয়ে মোট বাসা রয়েছে ৯৮০টি, যার মধ্যে ২৮৫টিই খালি পড়ে আছে। এমন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা নিয়ে প্রশ্ন উঠেছে।
কালবেলা
দুই ভাগ বিনিয়োগে সামিট পাচ্ছে ৮৬ ভাগ লাভ
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্ক সিটির জমি ইজারা এবং প্রস্তুতকৃত স্থাপনা তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে রাজস্ব আয় করছে সামিট টেকনোপলিশ লিমিটেড। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত এক অসম চুক্তির বলে এই আয়ের ৮৬ শতাংশ যাচ্ছে সামিটের পকেটে। অথচ ১০ বছর মেয়াদি চুক্তির ৯ বছর পেরিয়ে গেলেও বিনিয়োগ লক্ষ্যমাত্রার ২ শতাংশের কম বাস্তবায়ন করেছে সামিট টেকনোপলিশ। উপরন্তু অবকাঠামোগত স্থাপনা নির্মাণ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে পার্কের ৪৩ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিলও বকেয়া রেখেছে সামিট। সামিটের এমন অপেশাদারিত্বে রাষ্ট্রীয় অর্থের অপচয়, হাইটেক পার্ককে সফলভাবে কার্যকরে ব্যর্থতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
মানবজমিন
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ আটক
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকালে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাশ একটি মামলার এজাহারনামীয় আসামি।
বাংলাদেশ প্রতিদিন
বিগত বছরগুলোতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা ক্লিন ঢাকা গড়ার ঘোষণা দিলেও তা বাস্তবে পরিণত করতে পারেননি তাদের কেউই। বিশেষ করে গত দুই দশকে দুই সিটির চার মেয়র কিছু পরিকল্পনা নিলেও মাঠে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। ফলে রাজধানীতে এখনো যত্রতত্র উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যায়। এজন্য বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে তদারকির অভাব দায়ী বলে অভিযোগ নগরবাসীর।
বণিক বার্তা
আদানির সবই ছিল গোপনীয়, প্রায় চার বছর অন্ধকারে ছিলেন বিপিডিবির কর্মকর্তারাও
আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় ২০১৭ সালের নভেম্বরে। ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল্য থেকে শুরু করে বিভিন্ন ধারায় উল্লিখিত শর্ত পর্যন্ত এ চুক্তির প্রায় সব বিষয়বস্তুই অত্যন্ত গোপন ছিল দীর্ঘদিন। এমনকি বিপিডিবির সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বলছেন, এ চুক্তি নিয়ে চার বছরেরও বেশি সময় অন্ধকারে ছিলেন তারা। হাতে গোনা সংশ্লিষ্ট কয়েকজনের বাইরে এ চুক্তির বিষয়বস্তু নিয়ে কেউই কিছু জানত না।
আরও পড়ুন
যুগান্তর
‘মেগা মানডে’ ঘোষণা দিয়ে পালটা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানাটি। কলেজের বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম লুট করে নিয়ে যায় হামলাকারীরা। সংঘর্ষে মোল্লা কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে মোল্লা কলেজ কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীর মৃত্যুর দাবি করলেও পুলিশ সত্যতা নিশ্চিত করেনি। হামলার সঙ্গে স্বার্থান্বেষী মহল জড়িত বলে জানিয়েছে পুলিশ। ২৪ ঘণ্টায় জড়িতদের গ্রেফতার করা হবে আশ্বাস দেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার।
সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে —নোয়াব
দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনটি মনে করে, দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে পড়েছে।
গতকাল সংগঠনের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াব উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে।
সমকাল
আওয়ামী লীগের তিনবারের মন্ত্রী-এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি
ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হবে। এতে প্রতিটি ছাত্র সংগঠনের দু’জন প্রতিনিধি থাকবেন। এই কাউন্সিলের আলোচনার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মপরিধি নির্ধারিত হবে। তবে এটির ফরম্যাট কী হবে, আগামী এক সপ্তাহ পর আরেকটি সভায় তা চূড়ান্ত করা হবে। সোমবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১৯টি ছাত্র সংগঠন অংশ নেয়।
এতে সিদ্ধান্ত হয়েছে– গত তিন নির্বাচনে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র সংগঠন আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করবে। এ সময় ছাত্র সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কথা বলবে শিক্ষার্থীদের সঙ্গে। তাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবে।
বণিক বার্তা
সরকারি গুদামে প্রায় পৌনে ৮ লাখ টনে নেমে এসেছে চালের মজুদ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১১ আগস্ট দেশে চালের মজুদ ছিল প্রায় ১৩ লাখ টন। সরকারিভাবে সংগ্রহ কার্যক্রমের সুবাদে ২৮ আগস্টের মধ্যে এ মজুদ বেড়ে দাঁড়ায় ১৪ লাখ ৫৬ হাজার টনের বেশিতে। এরপর তিন মাসের মাথায় ১৯ নভেম্বরের মধ্যে তা নেমে আসে ৮ লাখ ৮ হাজার টনে। খাদ্য মন্ত্রণালয়ের গত রোববার পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি খাদ্যগুদামগুলোয় চালের মজুদ নেমে এসেছে ৭ লাখ ৭২ হাজার টনের কিছু বেশিতে।
আজকের পত্রিকা
কক্সবাজারে স্থানীয়দের মধ্যে এইডস সংক্রমণ বেড়েছে তিন গুণ
কক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় সাত বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা। এ ছাড়া স্থানীয়দের মধ্যে এই সংক্রমণ বেড়েছে তিন গুণ।
কালের কণ্ঠ
গুম ও ক্রসফায়ারের ভয়ংকর হোতা ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার নির্দেশে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করা হয়। এ ছাড়াও বহু গুম ও ক্রসফায়ারের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এসব গুম ও ক্রসফায়ারে সহায়তার জন্য পুলিশের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিনকে শিষ্য বানিয়েছিলেন জিয়াউল।
এছাড়া রাজধানীজুড়ে অস্থিরতা; যাত্রাবাড়ী-ডেমরা রণক্ষেত্র রক্তাক্ত ‘মেগা মানডে’; সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই; ‘আবদার’ প্রকল্পে ব্যয় কমছে দুই হাজার কোটি; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না পুলিশ; শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের; রাজনৈতিক দলগুলোর চাপে নতুন ইসি গঠন—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।