পাইপ ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় পাই ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন– নজেল (২০) ও মো. রিপন (২০)।
আরও পড়ুন
দগ্ধ রিপনের মামা আবুল কালাম বলেন, কারখানায় কাজ করার সময় দুইজন পাইপ নিয়ে উপরে উঠছিল। এসময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ওই স্টিলের পাইপ লেগে গেলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে আনা হয়। রিপনের অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রেফার করেছেন চিকিৎসক। তার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায় এলাকায়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ দুইজন এখানে এসেছে। তাদের মধ্যে মো. রিপনের দেহের ৯৭ শতাংশ ও নজেলের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে।
এসএএ/এসএসএইচ