শহিদ পরিবার ও আহতদের জন্য যেসব উদ্যোগ নিল সরকার
ছাত্র-শ্রমিক-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরিকল্পনার আওতায় সব কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিষয়ে জানানো হয়।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নের লক্ষ্যে চলমান কাজের গতি বৃদ্ধি করে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অতিদ্রুত নির্ভুল ও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। সব সরকারি হাসপাতালে আইডি কার্ডধারী আহত যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। এর পাশাপাশি যারা চোখে গুলিবিদ্ধ হয়েছেন তাদের জন্য গানশট বিষয়ে বিশেষজ্ঞদের দেশে এনে অথবা রোগীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসাসেবার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তাদের বিদেশে পাঠানোর বিষয়েও আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনা অনুযায়ী ভর্তিকৃত রোগীদের মধ্যে যাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা প্রয়োজন, তাদেরকে সংশ্লিষ্ট হাসপাতালসমূহের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক বিদেশে প্রেরণের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অবগত করতে বলা হয়েছে।
চিকিৎসা ব্যবস্থা নয়, নিহতদের পক্ষ থেকে সরকার আইনি লড়াইও শুরু করেছে। একইভাবে আহতদের পক্ষ থেকেও সরকার বাদী হয়ে মামলা করবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া, প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চসীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।
আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়েও বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় গুরুতর আহত রোগীদের হাসপাতালে রেখে শারীরিক পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি সেবাদান করা হচ্ছে। সেবাদানের মানোন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কার্যক্রম চলমান আছে।
এমএম/এমজে