সম্পাদকরা কেন বলেছিল নির্বাচন ভালো হয়েছে
দ্য ডেইলি স্টার বাংলা’র সম্পাদক গোলাম মোর্তোজা নির্বাচন সংস্কার কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, যে সমস্ত গণমাধ্যমের সম্পাদকরা বলেছিল, নির্বাচন ভালো হয়েছে, তাদের ডেকে জিজ্ঞেস করেন কেন তারা বলেছে, যে নির্বাচন ভালো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গোলাম মোর্তোজা।
গোলাম মোর্তোজা বলেন, আগামী নির্বাচন ভালো করতে চাই এবং যদি পূর্বের অভিজ্ঞতা নিতে চাই, তাহলে পূর্বের তিন কমিশনকে সুনির্দিষ্টভাবে প্রধানদের সঙ্গে বসে প্রকৃত তথ্যটা জানতে হবে। এছাড়া যেসব গণমাধ্যমের সম্পাদকরা বলেছিল যে নির্বাচন ভালো হয়েছিল, তাদের ডেকে জিজ্ঞেস করুন কেন তারা বলেছে যে নির্বাচন ভালো হয়েছে। অর্থাৎ পূর্বে তারা অপকর্মকে বা দুর্বল নির্বাচনকে বা ভোটার বিহীন নির্বাচনকে, রাতের ভোটের নির্বাচনকে কেন তারা জাস্টিফাই করেছিল। এগুলো তাদের কাছ থেকে জানা দরকার। নির্বাচনী অপরাধের জন্য বড় শাস্তির সুপারিশ থাকা দরকার বলেও জানান তিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ২০১৪ সালে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন কেন ভোটার বিহীন নির্বাচন করেছিল, সেটা তার কাছে জানতে চান। সরকার তাকে কী নির্দেশনা দিয়েছিল? ২০১৮ সালে নূরুল হুদার কমিশন রাতের ভোট কোন প্রেক্ষাপটে করেছিল, সেটা তার কাছে জানতে চান। এছাড়া ২০২৪ সালের নির্বাচনে কেন ভোটারের সংখ্যা বেড়ে গেল সেটা কাজী হাবিবুল আউয়াল কমিশনের কাছে জানতে চান। এই বিষয়গুলো জানার আলোকে আপনার সুপারিশগুলো দেন এবং পূর্বে যারা নির্বাচনী অপরাধ করেছিল তাদের যেন শাস্তির আওতায় আনা যায়, সেই সুপারিশ থাকা দরকার।
এসআর/এসএম