নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য ‘প্যামফ্লেট'
নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য একটি নতুন প্যামফ্লেট চালু করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে মার্কিন দূতাবাস জানায়, নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য একটি নতুন প্যামফ্লেট চালু করা হয়েছে। এই প্যামফ্লেটটি তাদের জন্য যাদের ভিসা সাক্ষাৎকারের পর অনুমোদিত হয়েছে। এতে একটি কিউআর কোড এবং একটি ইউআরএল দেওয়া আছে, যা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ভ্রমণের আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
এই প্যামফ্লেটটি ভিসা নয়, এটি শুধু অনুমোদিত ভিসা আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার একটি মাধ্যম।
এনআই/এসএম