কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরে রিমা আক্তার লিপি (২৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা খবর পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম রসুলপুর একটি বাসা থেকে ওই নারীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আজ (সোমবার) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের আত্মীয়স্বজনের মুখে জানতে পারি, স্বামী মামুনের সঙ্গে পারিবারিক কলহ ও আর্থিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বোন নুরনাহার জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহের কারণে আমার বোন আলাদা থাকতো। সে কোনো বিষয়ে কারও সঙ্গে শেয়ার করত না। সাংসারিক ও আর্থিক সংকটে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করতে পারে।
এসএএ/এমএ