১৫ বছরে ৫ হাজার কোটির সম্পদ!
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে জনপ্রশাসন আর জনপ্রশাসন ছিল না। সেটি পরিণত হয়েছিল লুটেরাদের সহযোগীতে। এই স্বীকারোক্তি জনপ্রশাসনের কর্মকর্তাদেরই। তাঁরা বলছেন, এখন প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। জনপ্রশাসনের কর্মকর্তারা যাতে রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করতে না পারেন, সেটা আচরণবিধির বাস্তব প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
প্রশাসন দুর্বৃত্তায়নের সহযোগীতে পরিণত হয়েছিল
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে জনপ্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেন। এটি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন। শনিবার বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এই সেমিনারের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকার টানা চার মেয়াদে তিনটি বিতর্কিত নির্বাচন করেছে।
দেশ রূপান্তর
বাসায় ঢুকে খুন ও অপহরণের মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রাজধানী, সিলেট ও বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে পাঁচটি খুন ও একটি অপহরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয় ভুক্তভোগীর চারটিই শিশু। এ ছাড়া রাজধানীতে ছিনতাই, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও পারিবারিক বা ব্যক্তিগত কলহের ঘটনায় আরও ৬ জন খুন হয়েছে। এসব ঘটনা বাসার বাইরে ঘটেছে বলে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে।
কালবেলা
চট্টগ্রাম বন্দরে ১৪ মাসেও বসেনি চার স্ক্যানার
চীন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে চারটি কনটেইনার স্ক্যানার আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো ও মিথ্যা ঘোষণায় আনা পণ্য খালাস রোধ করতে এসব স্ক্যানার আনা হয়। স্ক্যানারগুলো অপারেশনের আয়ুষ্কাল ধরা হয়েছিল ১০ বছর। কিন্তু এরই মধ্যে কেটে গেছে প্রায় ১৪ মাস। অথচ এখনো একটিও স্ক্যানার বসেনি চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একটি স্ক্যানার বসানোর প্রক্রিয়া চলমান থাকলেও বাকি সব স্ক্যানার কবে বসবে, তা অনিশ্চিত। তবে এসব স্ক্যানার দ্রুত বসানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি এক বছরেও এসব স্ক্যানার বসাতে না পারায় চট্টগ্রাম কাস্টমস হাউসের উদাসীনতাকেই দুষছেন তারা।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, কয়েক বছরে চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির ঘটনা বেড়েছে। যে কারণে এমন ঘটনা রোধে চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্দরে স্ক্যানার বসানোর কথা ছিল। চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগে চীন থেকে চারটি স্ক্যানার আমদানিও করা হয়েছিল। শুরুতে ছয়টি স্ক্যানার বসানোর জন্য এই প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয় ১৪৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। তবে এ ছয়টি কনটেইনার স্ক্যানার স্থাপনের কাজ শুরু হয় ২০২১ সালে। ২০২১ সালের ৩১ মার্চ প্রথমবার দরপত্র আহ্বানের পর সে বছরের ২৪ জুন, ১৫ জুলাই, ৩ আগস্ট ও ২৫ আগস্ট আরও চারবার পিছিয়ে দরপত্র প্রকাশ করা হয়। ২৫ আগস্ট দরপত্র আহ্বান শেষে মূল্যায়ন কমিটির কাছে তিনটি প্রতিষ্ঠানের দরপত্র পাঠানো হলেও ২০২২ সালের ২৬ মে পুনরায় একই দরপত্র আহ্বান করা হয়। যার দরপত্রের প্রক্রিয়া শেষ করে একনেকের অনুমোদন নিয়ে চীনা প্রতিষ্ঠান নাকটেক কোম্পানি লিমিটেডকে কাজ দেওয়া হয়। পরে গত বছরের ৪ জানুয়ারি চীনের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়। তারা ২০২৩ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম বন্দরে চারটি স্ক্যানার আনে। চুক্তি অনুযায়ী স্ক্যানারগুলো স্থাপনের পরবর্তী পাঁচ বছর সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করার কথা রয়েছে চীনা প্রতিষ্ঠানটির।
বণিক বার্তা
জনবিমুখ নীতি থেকে সরে জনমুখী অর্থনীতির দিকে যাত্রা শুরু হয়নি
রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি বৈষম্য প্রশমনের উদ্দেশ্য নিয়ে প্রণীত বাজেটগুলো পরিচিত জনকল্যাণমুখী বাজেট হিসেবে। বাংলাদেশের মানুষ জনকল্যাণমুখী বাজেট থেকে বঞ্চিত হয়ে আসছে বহু বছর ধরে। এখানে বাজেট মানেই উন্নয়ন কর্মকাণ্ডের নামে জনগণের অর্থের যথেচ্ছ তছরুপ। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটিও এর ব্যতিক্রম নয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে গণবিরোধী এ বাজেট কাঠামো পরিবর্তনের সুযোগ ছিল। যদিও অভ্যুত্থানের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের দেয়া বাজেটই বহাল রয়েছে। একইভাবে বহাল রয়েছে বিগত সরকারের গৃহীত রাজস্ব ও মুদ্রানীতিও। কিছু জায়গায় ব্যক্তির পরিবর্তন হলেও অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অর্থনীতির দর্শন ও ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হতে দেখা যায়নি। বরং বৈষম্য বিলোপের ডাক দিয়ে একটি অভ্যুত্থান সফল হলেও অর্থনৈতিক ব্যবস্থাপনায় তা দূর করার কোনো উদ্যোগ এখনো নেয়া হয়নি।
আরও পড়ুন
কালবেলা
কোনো প্রয়োজন নেই, ব্যবহারেরও সুযোগ নেই। তবুও তিনটি সাইক্লোট্রন যন্ত্র কিনতে মরিয়া ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) প্রকল্প। এই যন্ত্রগুলো কেনা, স্থাপন ও আনুষঙ্গিক ব্যয় প্রায় ৫০০ কোটি টাকা। এসব কেনাকাটার অনিয়মের অভিযোগ ওঠে প্রকল্পের পরিচালক ডা. এম মঞ্জুর আহসানের বিরুদ্ধে। অনিয়মের তদন্তে গঠিত হয় কমিটি, সুপারিশ করা হয় তাকে অপসারণের। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। আর প্রকল্প পরিচালক এখনো বহাল তবিয়তে থেকে আগের মতোই করে যাচ্ছেন স্বেচ্ছাচারিতা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ডা. এম মঞ্জুর আহসান দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানে অনিয়ম ও স্বেচ্ছাচার শুরু করেন। তার দুর্নীতি, কেনাকাটায় অনিয়ম, অদক্ষতা, অসদাচরণ ও অসৎ কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিতও হয়। এ ক্ষেত্রে কমিটি প্রকল্প পরিচালকের পদ থেকে তাকে অপসারণের সুপারিশ করে।
কালের কণ্ঠ
ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো উষ্ণ সম্পর্কের প্রভাব পড়তে পারে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায়। গতকাল রবিবার ঢাকার একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) সম্মেলনের এক আলোচনায় বিশ্লেষকরা এ ধরনের মন্তব্য করেন।
আলোচনার বিষয় ছিল ‘স্রোতের পরিবর্তন : দক্ষিণ এশিয়া ও গ্লোবাল সাউথে ট্রাম্পের আমেরিকার প্রভাব’। সঞ্চালনা করেন টাইম ম্যাগাজিনের জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল।
দেশ রূপান্তর
বাংলাদেশের সিরামিক শিল্পের বাজার ধীরে ধীরে বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির হিস্যা বাড়ছে বাংলাদেশের। কাঁচামাল আমদানিনির্ভর এ শিল্পে চলমান গ্যাস, বিদ্যুৎ সংকটের পাশাপাশি যোগ হয়েছে ঋণপত্র খোলার জটিলতাও। এতে শিল্প খাতটির উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) অক্টোবরে আগের বছরের তুলনায় সিরামিক পণ্যের রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সিরামিক রপ্তানি হয়েছিল ৩ কোটি ৩১ লাখ ডলারের।
বণিক বার্তা
আলুবীজের তীব্র সংকট বেশি দামে কিনতে হচ্ছে কৃষককে
দেশে আলুর বার্ষিক চাহিদা ৭৫ থেকে ৮০ লাখ টনের মতো। সেখানে গত অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ উৎপাদন হয়েছে ১ কোটি ১০ লাখ টনের কাছাকাছি। সে হিসাবে চাহিদার চেয়ে আলু উৎপাদন হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টন বেশি। অথচ এবারের মৌসুমে ফসলটি চাষ করতে গিয়ে বীজ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। সরকার নির্ধারিত দামের চেয়ে মণপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। মূলত কৃত্রিম সংকট দেখিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট আলুবীজের বাজারকে অস্থিতিশীল করে রেখেছে বলে অভিযোগ।
দেশ রূপান্তর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশীর্বাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নিজাম উদ্দিন হাজারী। মানব পাচার, কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গত ১৫ বছরে নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে নিজাম হাজারী নামে পরিচিত ফেনী-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
যুগান্তর
রাজধানীর কাওলা থেকে কতুবখালী রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। তিন থেকে সাড়ে ৩ বছর সময়ে বাস্তবায়নযোগ্য প্রকল্প ১৫ বছরেও শেষ হয়নি।
বিদেশি তিন কোম্পানির অর্থনৈতিক জটিলতায় গত ৯ মাস ধরে প্রকল্পের কাজ বন্ধ। সব ধরনের জটিলতা নিরসন শেষে আগামী মাস থেকে প্রকল্পের কাজ শুরু হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এছাড়া শিশু জাইফাকে অপহরণের উদ্দেশ্য কি শুধুই মুক্তিপণ দাবি; জলবায়ু সম্মেলনে দাবি ট্রিলিয়ন ডলার আশ্বাস ১৭০ বিলিয়ন; অনিয়মে শতকোটির মালিক বেবিচকের প্রকৌশলী হাবিব; কমিটি-বদলি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা; আসামি নিয়ে র্যাব-পুলিশের দ্বিমুখী তথ্যে তোলপাড়; ড. ইউনূসের সঙ্গে ট্রাম্পের দূরত্ব ঘুচবে; কেউ যেন অর্থ পাচার করতে না পারে সে ব্যবস্থা করছি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।