‘টক্কর ল’ গ্রুপের ৯ সদস্য আটক
রাস্তায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মঙ্গলবার (১৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, রাজধানীর মোহাম্মদপুর ধানাধীন পশ্চিম বাঁশবাড়ী এলাকায় কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের কয়েকজন সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই ও জোরপূর্বক চাঁদা আদায় করে। মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলরত সাধারণ জনগণের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায় তারা।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সবাই কিশোর গ্যাং ‘টক্কর ল’ গ্রুপের সদস্য এবং তাদের নেতা মো. শাকিলের নির্দেশে ছিনতাই ছাড়াও চুরি, মারামারিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ত তারা।
এএসপি ফজলুল হক বলেন, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একাধিক বার মারামারি হয়েছে। এলাকার নিরীহ মানুষ তাদের কাছে জিম্মি, বিভিন্ন সময় তাদের চাঁদা দিতে হয়। আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এছাড়া পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবার (১৭ মে) আশুলিয়া ও শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাকু, ২টি চাপাতি, ৪১০ পিস ইয়াবা এবং নগদ ৩৬৫০ টাকা জব্দ করা হয়।
জেইউ/এসকেডি