বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে
বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আহতদের রাস্তায় নামতে হলো কেন? আপনাদের সঙ্গে কি সমন্বয়ের অভাব ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। কিন্তু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পর্কিত না। তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা ও সম্মান করা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক আলাপে, কথাবার্তায় এবং মিডিয়ায় তাদের কম ফোকাস করা হচ্ছে।
তিনি বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। শহীদ ও আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য, এই কর্তব্য যেন কেউ অবহেলা না করি। বর্তমান সরকার তাদের সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এ বিশ্বাস আমাদের সবার আছে। সেই জিনিসটা তারা বারবার চাচ্ছে।
তিনি আরও বলেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল তখন সবাই শুধু সরকারের ওপর দায় চাপিয়ে নির্বাচন ও অমুক-তমুক বলার চেষ্টা করছে। তাই সবার কাছে আহ্বান, আমরা যেন শহীদ পরিবার ও আহতসহ তাদের পরিবারের প্রতি ফোকাস দিই।
এসএইচআর/এমজেইউ