ঢামেকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আজ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সারা বিশ্বের মতো ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ, প্রশাসনিক ব্লক, বহির্বিভাগ, হাসপাতাল ভবন-২ ও ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীরা।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুই জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়!
এসএএ/এমএসএ