সরকারি কর্মচারী হাসপাতালের নীতিমালার সংশোধন : মতামত চেয়ে চিঠি
সরকারি কর্মচারী হাসপাতাল পরিচালনা নীতিমালার সংশোধনীর বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতাল ভবনটি ৫ম তলা থেকে ১৬তম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণসহ ১৫০ শয্যা থেকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হয়েছে। হাসপাতালের চিকিৎসা বিভাগের সংখ্যা ১৭টি থেকে কার্ডিওলজি, অনকোলজি, গ্যাসট্রোএন্টারোলজি, নিউরোলজি, ইউরোলজিসহ ৩১টি বিভাগে উন্নীত করাসহ অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন
চিঠিতে জানানো হয়, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার ফলে হাসপাতালটির পরিসর ও কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যমান হাসপাতাল পরিচালনা নীতিমালা-২০১৮ হালনাগাদ করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন/পরিমার্জন/সংশোধন করে ‘হাসপাতাল পরিচালনা নীতিমালা-২০২৪ (সংশোধিত)’ এর খসড়া সংশোধনী প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
প্রস্তাবিত নীতিমালা সব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় প্রস্তাবিত সংশোধিত নীতিমালার বিষয়ে সব মন্ত্রণালয়/বিভাগের মতামত আবশ্যক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রস্তাবিত খসড়া নীতিমালার বিষয়ে আগামী ২৮ নভেম্বরের মধ্যে সুস্পষ্ট মতামত ছক মোতাবেক ই-নথিতে পত্র জারির মাধ্যমে বা হার্ডকপি ও সফট কপি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এসএইচআর/এসএসএইচ