চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জুতার গোডাউনে আগুন
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নুপুর মার্কেটের সাততলায় আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
তিনি বলেন, নুপুর মার্কেটের সপ্তম তলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে।
আরএমএন/জেডএস