পিআরএলে যাওয়া কূটনীতিকের সচিব পদে পদোন্নতি
সচিব পদে পদোন্নতি পেয়েছেন পদোন্নতি বঞ্চিত অতিরিক্ত পররাষ্ট্র সচিব (১০তম ব্যাচের কর্মকর্তা) সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। তিনি রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন।
রোববার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নাজমুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের কর্মকর্তা মাসুদ মাহমুদ খোন্দকারকে সচিব/ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর/গ্রেড-এ, রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৭ অক্টোবর থেকে তার পদোন্নতির আদেশ কার্যকর হবে।
আরও পড়ুন
চলতি মাসে পিআরএলে যাওয়া মাসুদ মাহমুদ খোন্দকার তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ থেকে নিঃশর্ত অব্যাহতি পান। তিনি ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। মাসুদ খোন্দকার কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বিদেশে বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। মাসুদ খোন্দকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ এবং সার্ক ও বিমসটেক অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।
এনআই/এমএসএ