অনলাইনে সেবা কার্যক্রম বাড়াবে রাজউক : চেয়ারম্যান
অনলাইনে নিজেদের সেবা কার্যক্রম বাড়াবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এমন ঘোষণা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ছিদ্দিকুর রহমান সরকার।
রোববার (১০ নভেম্বর) মতিঝিলের বিসিআইসি ভবনের ১২তলায় রাজউকের জোন ৬-এর নতুন জোনাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
রাজউক চেয়ারম্যান বলেন, শিগগিরই আমরা প্ল্যান পাশ থেকে শুরু করে রাজউকের অন্যান্য কার্যক্রম দ্রুতসময়ে সম্পাদনের জন্য অনলাইন মাধ্যমের কর্মকাণ্ড বৃদ্ধি করবো।
আরও পড়ুন
ছিদ্দিকুর রহমান সরকার বলেন, রাজউকের জোনাল অফিস গুলো নতুন স্থানে স্থানান্তরের মাধ্যমে রাজউকের কাজ গতিময় হবে। নতুন জোন অফিস অল্প সময়ে পরিকল্পিত ও সঠিক সেবা দানের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে দ্রুতই সুপরিচিত হয়ে উঠবে।জোনাল অফিসগুলো বিকেন্দ্রীকরণে উদ্দেশ্যে এই নতুন জোন অফিস যাত্রা শুরু করছে।
এদিকে মতিঝিলে রাজউকের জোন ৬-এর নতুন জোনাল অফিস বিষয়ে রাজউক থেকে জানানো হয়, জোন ৬ রাজউকের অতি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি অঞ্চল। মতিঝিল, শান্তিনগর, মালিবাগসহ ২৭টি থানা ও ৯৭টি মৌজা নিয়ে জোন ৬ গঠিত। আগে এই গুরুত্বপূর্ণ জোনের কার্যক্রম দিলকুশার রাজউক ভবন থেকেই পরিচালিত হতো। সেবাপ্রার্থীদের কাছে সহজেই সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজউকে জোনাল অফিসগুলো সংশ্লিষ্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নতুন স্থানে পথ চলা শুরু হলো জোন ৬-এর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আবদুল আহাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, জোন ৬-এর পরিচালক শীলাব্রত কর্মকার প্রমুখ।
এএসএস/এমএসএ