১০ নভেম্বর ২০২৪ : পড়ুন দিনের আলোচিত খবরগুলো
শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা, সোমবার আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস, সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন, ট্রাম্পের ছবিসহ ঢাকায় অর্ধশতাধিক গ্রেপ্তার-সহ আরো বেশ কয়েকটি সংবাদ রোববার দিনভর পাঠকদের কাছে গুরুত্ব পেয়েছে।
দিনশেষে একনজরে সংবাদগুলো দেখে নেওয়া যাক।
অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। শপথ নেওয়া ৩ উপদেষ্টা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
কপ-২৯ সম্মেলন : সোমবার আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস
জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে বসছে কপ-২৯ জলবায়ু সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামীকাল সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের উদ্দেশে রওনা হবেন।
সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে
নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাট থেকে শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে সিলেট জেলা পুলিশ।
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৭
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৩৭ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৫ জন মারা গেছেন।
সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদরদপ্তর। রোববার (১০ নভেম্বর) বিজিবি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা
বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো ঢাকায় তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূত লো’কে বলেন, ‘বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ অনেক দেশে প্রচুর অর্থপাচার করা হয়েছে।’
‘সিঙ্গাপুরের কাছ থেকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন আমাদের,’ বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূত লো সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাম্পের ছবিসহ ঢাকায় অর্ধশতাধিক গ্রেপ্তার
সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।
ঢাবি ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটা বাতিলে রিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলায়াড় কোটা বাতিলের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার।
এর আগে গত ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের ই-মেইলে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা না নেওয়ায় একটি মানবাধিকার প্রতিষ্ঠান, একজন অভিভাবক, একজন সাধারণ নাগরিক ও সুপ্রিম কোর্টের ৭ জন আইনজীবীর পক্ষে আজ রিট দায়ের করা হয়।
বাংলাদেশি পর্যটক নেই, খাঁ খাঁ করছে কলকাতার হোটেল-মার্কেট
১০০ হোটেল, ৩ হাজার দোকান… ভারতের কলকাতায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত এসব দোকান ও হোটেল মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। তবে গত কয়েকমাস ধরে বাংলাদেশিরা যেতে না পারায় এসব প্রতিষ্ঠানের ব্যবসা অন্তত ৭০ শতাংশ কমে গেছে। এই হোটেল ও মার্কেটগুলোর কর্মীরা অলস সময় পার করছেন। সঙ্গে খাঁ খাঁ করছে এগুলো।
মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা ইউক্রেনের, ঘুরিয়ে দেওয়া হলো ৩৬ ফ্লাইট
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মস্কোতে ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেন; যা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের চালানো বৃহত্তম হামলা। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলার কারণে মস্কোমুখী বিমানের কয়েক ডজন ফ্লাইট আশপাশের তিনটি শহরে অবতরণে বাধ্য হয়েছে। হামলায় কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
জেডএস