রাতের আঁধারে দখলে নেওয়া সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন
চট্টগ্রাম নগরের একে খান মোড়ের পাশে উত্তর পাহাড়তলী মৌজায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ দশমিক ৫০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন জানায়, গত শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা মূল্যবান জায়গাটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে তাদের দখলে নেয়। তারা জায়গাটিতে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া নেওয়া শুরু করে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে রোববার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দখল করা সব স্থাপনা অপসারণ করা হয়। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উদ্ধার করা সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। সরকারি জমি অবৈধ দখলকারীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/জেডএস