রাজশাহীতে এনআইডি সেবা সহজ করতে বলল ইসি
রাজশাহী অঞ্চলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করতে সব
কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নির্দেশনাটি ইতোমধ্যে সব জেলা ও উপজেলা কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ প্রো-অ্যাকটিভ অ্যাপ্রোচ গ্রহণপূর্বক জনবান্ধব করার লক্ষ্যে অত্র কার্যালয়ে দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের সেবা সহজ করতে হবে।
এজন্য রাজশাহী অঞ্চলের যেসব সেবাপ্রার্থীগণ জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ক্যাটাগরির জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আসেন, কিন্তু এদের মধ্যে যাদের আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত ও ক্যাটাগরি পেন্ডিং থাকায় সংশ্লিষ্ট কার্যালয়ের আওতাবহির্ভূত, তাদের আবেদন আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সাক্ষাৎকার গ্রহণ করে একটি তালিকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
এসআর/এমএ