মাসে হাজারের বেশি ভোটার হচ্ছে সিলেটের জেলাগুলোতে
সিলেট অঞ্চলের প্রত্যেক জেলায় মাসে হাজারের বেশি নতুন ভোটার নিবন্ধন হচ্ছে বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম।
সম্প্রতি সিলেট অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সেবা নিশ্চিতকরণ সভা করে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানান।
আরও পড়ুন
সভায় আব্দুল হালিম খান জানান, নতুন ভোটার নিউ অনলাইন অ্যাপ্রুভাল পেন্ডিং আবেদন নিষ্পন্ন করার জন্য সম্মিলিতভাবে উপজেলা বা থানা নির্বাচন অফিসসমূহ কাজ করছে। উপজেলা ও থানা নির্বাচন অফিসে প্রতিদিন ছবি তোলার ব্যবস্থা করা হয়। কারণ, সিলেট অঞ্চলে প্রতিটি জেলায় মাসে এক হাজারের অধিক নতুন ভোটার নিবন্ধন হচ্ছে।
সভায় সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার জানান, বায়োমেট্রিক আপডেট, ক্যাটাগরির অবস্থান যাতে সিএমএস পোর্টালে ইউজার আইডি থাকা সাপেক্ষে সব ব্যবহারকারী জানতে পারেন তা ব্যবস্থা করা। নতুন ভোটার নিবন্ধনে ডাকঘর এন্ট্রি সংক্রান্ত সমস্যা নিরসন করা, নতুন ভোটার করণে শনাক্তকারীর এনআইডি ডাটাবেজে রাখা, তদন্ত নিষ্পত্তিকরণ সমস্যা, নিরক্ষর ভোটারের এনআইডিতে ছবির নিচে আঙ্গুলের ছাপ, প্রভিশোনাল ভোটারের আপডেট সম্পর্কে জানা, ভোটার স্থানান্তরের জন্য আবেদনকারীর স্ব-শরীরে উপস্থিত, বিদেশে অবস্থিত মিশন থেকে সংগৃহীত জন্ম সনদে মুদ্রণজনিত ত্রুটি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নতুন ভোটারের ক্ষেত্রে ডুপ্লিকেট, ফলস মেস, এডজুডিকেশন পেন্ডিং, ইনকমপ্লিট স্ট্যাটাসে থাকা আবেদনের বিষয়ে সমাধান, সমন্বিত ও সর্বোচ্চ নীতি নির্ধারকদের সমন্বয়ে আন্ত:বিভাগীয় কর্মশালার আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।
এসআর/এমজে