সভাকক্ষে শিক্ষার্থী হত্যার আসামির ছবি : যা বলল মন্ত্রণালয়
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মন্ত্রণালয়ের শুরু থেকে এ পর্যন্ত যারাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদের ছবিই এখানে রয়েছে।
সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জনসংযোগ কর্মকর্তা বলেন, আসলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের এক পাশে এ পর্যন্ত দায়িত্ব পালন করা সব স্বরাষ্ট্রমন্ত্রী ও অপর পাশে স্বরাষ্ট্র সচিবগণের ছবি ঝুলানো রয়েছে। সেই হিসাবে শেখ হাসিনার ছবিও ঝুলানো রয়েছে। কারণ, তিনিও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এটা তার রাজনৈতিক বিবেচনা বা অন্য কিছু নয়৷ আওয়ামী শাসনামালেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মামলা রয়েছে এমন অনেক মন্ত্রীর ছবিই ছিল। এটা সেই ধারাবাহিকতায় রয়েছে।
আরও পড়ুন
উল্লেখ্য, জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ ও আওয়ামী সরকারের সহযোগীদের গুলিতে অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে। এসব শিক্ষার্থী হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে।
এমএম/এমএ