মা ইলিশ ধরার অভিযোগে ২ হাজার ৫২ জন আটক
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অভিযোগে রোববার পর্যন্ত ২২ দিনে (নিষিদ্ধের সময়ে) সারা দেশে ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ।
সোমবার (৪ নভেম্বর) নৌ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (গতকাল) পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী নৌ পুলিশের সব অঞ্চল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। ইলিশসমৃদ্ধ নৌ পুলিশের চাঁদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ আজব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২ হাজার ৫২ জনকে।
একই সময়ে ৭১২টি নৌযান, ২৩ কোটি ৫ লাখ ৪ হাজার ৮৪৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে অংশ নেন ৮৪৫টি ভ্রাম্যমাণ আদালত। এতে মামলা হয় ১৮৫টি।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক কুসুম দেওয়ান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশের নিজ নিজ অঞ্চলের অভিযানসহ নৌ পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ দল অভিযানে অংশগ্রহণ করে। আগের বছরের তুলনায় এবার ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই দেশের আমিষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যাবে।
এমএসি/জেডএস