গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শেলী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে একই পরিবারের ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আজ দুপুরের দিকে শেলী ৩০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। বর্তমানে ওই পরিবারের মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।’
এর আগে মঙ্গলবার ভোরের দিকে দুই সন্তান সোহেল ও ইসমাইল এবং একই দিন রাত সাড়ে ৯টার দিকে মেয়ে তাসলিমা এবং বৃহস্পতিবার ভোরের দিকে শেলীর স্বামী বাবুল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এসএএ/এমজে